1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
Title :
রংপুরে তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন পাইকগাছার তালতলা-গোয়ালবাথানে ৩ হাজার তালগাছ রোপন উদ্বোধন করলেন বাসস চেয়ারম্যান পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত বাউফলে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও স্মারক লিপি প্রদান ভূমি অফিসে চাকরি করে অবৈধভাবে কবরস্থান দখলের অভিযোগ রাজশাহী তানোর পৌরসভা ৪ নং ওয়ার্ড গুবিরপাড়া রাস্তায় মানুষ দুর্ভোগে ভুগছেন রাজশাহী তানোর রাজনীতির মাঠ গোছাচ্ছেন তানোর সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে বরগুনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ রাজশাহী ৩(পবা মোহনপুর) মোট ৬ টি প্রার্থী নমিনেশনের জন্য দৌড়ঝাঁপ শুরু গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও সাংবাদিক আনোয়ারের ওপর বর্বর হামলার প্রতিবাদে মিরপুরে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত কাজ পরিদর্শনে প্রধান নির্বাহী কর্মকর্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

হেলেনা আক্তার:

চলতি বর্ষা মৌসুমে টঙ্গীর বনমালা হয়ে ধীরাশ্রমসহ জয়দেবপুর সড়ক ইতোমধ্যে বিভিন্ন স্থানে খানাখন্দে অচল হয়ে পড়েছে। এটি ঢাকা-উত্তরা-টঙ্গী বনমালা হয়ে গাজীপুর আসার একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে সড়কটি অচল হয়ে পড়ার উপক্রম হওয়ায় ঢাকা-টঙ্গী ও আশপাশের এলাকা থেকে গাজীপুরে তাদের চাকরিসহ দৈনন্দিন কাজ করতে মারাত্মক অসুবিধা হচ্ছে।

সড়কটি বেহাল অবস্থার জন্য চুরি, ছিনতাই, ডাকাতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। সময়মতো প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যেতেও পারছে না। এতে করে সাধারণ জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এরই মধ্যে বিষয়টি গাজীপুর সিটির প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর নজরে আসলে তাৎক্ষনিক গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানকে নির্দেশনা দেওয়া হয়। শুরু হয় খনাখন্দ সড়ক মেরামত কাজের তোড়জোর, সে মোতাবেক গত বুধাবর থেকে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান। এসময় তিনি সড়কের বেহাল অবস্থা পর্যবেক্ষণ করে চলমান জরুরি মেরামত কাজ শেষ করতে কর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, সিটি কর্পোরেশনের (প্যাঁচ ওয়ার্ক) নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে টঙ্গীর বনমালা থেকে শুরু করে দাক্ষিনখান রেলক্রসিং, মন্ত্রী বাড়ি রোড, বাইপাস রেলক্রসিং, ধীরাশ্রম পোস্ট অফিস,ধীরাশ্রম জিকে আদর্শ স্কুল সংলগ্ন, যোগীতলা রেলক্রসিং, ছোটদেওড়া মাদ্রাসা রোড, তড়ৎপাড়া, তড়ৎপাড়া ক্লাব, সামান্তপুর স্কুল সংলগ্ন, সামান্তপুর এতিমখানা, কাজী বাড়ি রেলক্রসিং,মেগডুবি রেস্টুরেন্ট, কবরস্থানসহ সংশ্লিষ্ট আরো বেশ কিছু স্থানে বর্তমান মেরামত কাজের চলমান রয়েছে। তবে আগামী ৩/৪ দিনের মধ্যে এসব স্থানে মেরামতের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমজাদ হোসেন।

জানতে চাইলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান জানান, যেহেতু বনমালা-জয়দেবপুর সড়কের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। সেহেতু টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি করতে আরো ২মাস সময় লাগতে পারে। কিন্তু বর্তমানে জনগনের ভোগান্তি ও দুর্ভোগের চিন্তা করে সড়কটি সচল রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তিনি আরো বলেন, সড়কগুলোতে যেসব ছোট ছোট খানাখন্দ আছে সেগুলা মেরামতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু হয়েছে। মেরামত কাজ সম্পন্ন হলে বনমালা থেকে জয়দেবপুর সড়কে যাতায়াতের ক্ষেত্রে জনজীবনে স্বস্তি ও সময় সাশ্রয় হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved