1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
রাজাশাহী-১ জামায়াতের প্রার্থী নায়েবে আমির, বিএনপিতে এগিয়ে মেজর জেনারেল অফ শরিফ উদ্দীন জেড ম্যান প্রোডাকশন কর্তৃক প্রকাশিত “তারেক রহমান – দ্যা হোপ অব বাংলাদেশ” কপিলমুনির নগর শ্রীরামপুর জিয়া হেলথ কেয়ার সেন্টারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প   বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে কোচিং বাণিজ্যে সয়লাব! অভিভাবকগণ চায় প্রতিকার কাঠালিয়া উপজেলার আউরা খালের উপর নির্মিত আয়রণ ব্রীজটি যেন একটি মরণ ফাঁদ দুমকিতে শ্বশুর-শাশুড়ি কর্তৃক গৃহবধূকে হত্যার অভিযোগ! বানারীপাড়ায় বোনদের জমি গিলে খাচ্ছে ভাই দুলাল! পৌরসভায় চাকরির সুবাদে করছেন জুলুম, প্রতিকার চায় বোনেরা পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি নানা আয়োজনে পালিত হলো জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী রাজশাহীর বাঘায় স্কুলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫

বানারীপাড়ায় বোনদের জমি গিলে খাচ্ছে ভাই দুলাল! পৌরসভায় চাকরির সুবাদে করছেন জুলুম, প্রতিকার চায় বোনেরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

শাহাদাত হোসেন রুবেলঃ

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়নের মাদারকাঠী গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের সন্তানরা পারিবারিক সম্পত্তি নিয়ে চরম বিরোধে জড়িয়েছেন। অভিযোগ উঠেছে—মোট ৫ একর ১৬ শতাংশ জমির উত্তরাধিকার হিসেবে ৫ ভাই সম্পত্তি ভাগ করে নিলেও ৬ বোনকে কোনো অংশ দেওয়া হয়নি।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা দুলাল ও ফারুক নামের দুই ভাই প্রকাশ্যে ঘোষণা দেন যে, বোনদের কোনো জমি দেওয়া হবে না। এমনকি গতকাল শুক্রবার প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের গাছ বিক্রি করেছেন ফারুক ও দুলাল। জমির বিরোধ নিয়ে বাধা দিতে গেলে ফরিদের স্ত্রী শেফালী বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।
শেফালী বেগম বলেন, “আমার ভাসুর দুলাল বাড়িতে এলেই গালিগালাজ করে এবং বলে—তোর স্বামী কয়দিন পরেই মরে যাবে, তখন তোকে আর তোর সন্তানদের বাড়ি থেকে বের করে দেব।”
বোন নাজমার নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমি আমাদের ১১ ভাইবোনের মধ্যে সবার ছোট। ঢাকা থেকে বহুবার ডেকে এনেছে জমি দেওয়ার কথা বলে। কিন্তু আসার পর জানায়, আমি কোনো জমি পাব না। এখন বলে, বাবার বাড়িতে ঢুকতেও পারব না। আমি সরকারের কাছে আমার ন্যায্য অধিকার চাই।”
অপরদিকে মিজানুর রহমান বলেন, “আমি আমার মায়ের অংশের জমি সম্পর্কে জানতে চাইলে মামারা হুমকি দেয় এবং বলে, ‘তোর মা মরছে, এখন তোরা কি চাস?’ এটা সম্পূর্ণ অমানবিক। আমি ন্যায্য হিস্যার দাবি জানাচ্ছি।”

জামাল হোসেন নামে আরেক উত্তরাধিকারী বলেন, “আমি চাই মা ও খালাদের যত সম্পত্তি আছে তা সবার মাঝে সমানভাবে ভাগ হোক। কিন্তু দুলাল ও ফারুক জানিয়ে দেয়, আমরা কোনো জমি পাব না।”
এ বিষয়ে এলাকাবাসীর দাবি, সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে ইসলামি শরিয়ত ও দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল উত্তরাধিকারীর সমান অধিকার রয়েছে। অথচ একাংশ অন্য অংশকে বঞ্চিত করছে, যা সামাজিক অবক্ষয়ের চিত্রই তুলে ধরে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বড় ভাই গোলাম মোস্তফা দুলাল বলেন, আমি পৌরসভার কর আদায়কারী এবং বানারীপাড়া থানার ওসি হল আমার বন্ধু, আমি বলছি ওরা কোন জমি পাবেনা তো পাবেইনা, আমার বিরুদ্ধে মামলা করর লাভ নাই কারণ হল, থানায় মামলা রেকর্ড করা হয় আমার কথায়।

সত্যতা যাচাইয়ে বানারিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম মোস্তফা কে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার কোন বন্ধু না, আমি তাকে চিনি সে পৌরসভায় চাকরি করে।
বোনরা যদি জমি দাবী করে ও বিক্রিত গাছ দাবী করে তাহলে আদালতে মামলা দায়ের করলে আইনের মাধ্যমে তারা ন্যায্য প্রাপ্য বুঝে পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved