রাজশাহী তানোর প্রতিনিধি, গোলাম রাব্বানী সফল
রাজশাহী তানোর ৪ নং ওয়ার্ডের গুবিরপাড়া এলাকায় রাস্তাঘাট নিয়ে গ্রামবাসীর চাঞ্চল্যকর ঘটনা ঘটে এসেছে রাস্তায় পানি থাকার জন্য মানুষের চলাফেরার খুব দুর্দশা হয়ে গেছে ।
তানোর পৌর এলাকার 4 নং ওয়ার্ডের মানুষ তানোর উপজেলার প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছে প্রশাসনকে আবেদনও দেওয়া হয়েছে সে কোন দৃষ্টি আকর্ষণ করছে না । সেই দিকে লক্ষ্য করছে না।
গ্রামবাসীরা বলছে আমরা জেলা প্রশাসনের কার্যালয়ে যাব। কারণ তানোর উপজেলা প্রশাসন কঠোরভাবে দৃষ্টি আকর্ষণ করলে অবশ্যই কাজটি হত এইটা গ্রামবাসীর মনের কথা। এই ওয়ার্ডবাসি দুর্ভোগে ভুগছেন।
যেমন পানির মধ্যে কাদোর মধ্যে অটোরিকশা অটো ভ্যান এবং মোটরসাইকেল টলি ট্রাক ঢুকতে পারছে না ওয়ার্ডবাসী এই দুর্ভোগে ভুগছেন । গ্রামবাসীর অন্য কিছু চাওয়া পাওয়া নেই শুধু রাস্তাটা করে দিলে তারা শান্তিতে বসবাস করতে পারবেন। এটাই ওদের প্রশাসনের কাছে চাওয়া পাওয়া।