মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালকের নির্দেশে সারা বাংলাদেশে ন্যায়
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আনসার ভিডিপি অফিস কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
বাস্তববায়নে লক্ষ্যে ফলজ,বনজ ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।
১৩ আগস্ট বুধবার সকালে উপজেলা আনসার ভিডিপি অফিস কার্যালয় ও উপজেলা পরিষদের চত্বরে সামনে বিভিন্ন ফলজ, ঔষধী ও বনজ চারাগাছ রোপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা চত্বরে গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।
এসময় উপস্থিত ছিলেন কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আনসার ও ভিডিপি কমান্ডার সহ আনসার ও ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক কনক বক্তব্যে বলেন,আসুন সকলে দেশের পরিবেশ রক্ষার্থে ও বিশুদ্ধ অক্সিজেনের জন্য বাড়ির আংগিনায় বৃক্ষ রোপন করি।গাছ মানুষের পরম বন্ধু।