মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল
আমতলী( বরগুনা) প্রতিনিধি:
বরগুনা জেলার আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে অভিযোগের হেল্পলাইন চালু করা হয়েছে।
আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইফতি হাসান ইমরান এর উদ্যোগে আজ ১৩ আগস্ট ২০২৫ খ্রি. বিচারপ্রার্থী সাধারণ মানুষের হয়রানি বন্ধে এবং সেবাপ্রাপ্তি দ্রুততর ও সহজতর করতে অভিযোগের হেল্পলাইন চালু করা হয়।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বেঞ্চসহকারী মো: কামাল হোসেন জানান, ম্যাজিস্ট্রেট মহোদয়ের উদ্যোগে একটি বাটন হ্যান্ডসেট ও টেলিটক সিম ক্রয় করে হেল্পলাইন (০১৫৪০৫৮৪৫৬৯) চালু করা হয়েছে। শুধুমাত্র অফিস সময় পর্যন্ত উক্ত হেল্পলাইন নম্বরে ফোন করে আদালতের সেবা সম্পর্কে অভিযোগ জানানো যাবে। এছাড়া আদালতে কোর্ট ফি ব্যতিত সকল ধরণের নগদ টাকার লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এধরণের অভিযোগ পেলে তাতক্ষণিক সামারি ট্রায়াল করবেন ম্যাজিস্ট্রেট মহোদয়।