মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল
আমতলী( বরগুনা) প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে বরগুনার আমতলীর উপজেলা বিআরডিবির চেয়ারম্যানসহ উল্লেখ্য ৯ টি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল রোজ বুধবার( ১৩ আগষ্ট)সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে বিকেল ৪ টা পর্যন্ত। এতে বিআরডিবির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে এ্যাড মো: মাহাবুবুর রহমান আম ও মো: মামুন সিকদার চেয়ার প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন।
এতে মোট ১৫৭ জন ভোটারের মধ্যে যোগ্য ভোটার ১২২ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এরমধ্যে পুরুষ ৮০, মহিলা ৩২ জন ভোটার।
তবে সভাপতি পদসহ আরো নয়টি পদে প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। সভাপতি পদে দুইজন,সহ-সভাপতি একজন,সদস্য ৬ জন।
এতে বিনাপ্রতিদ্বন্দিতায় মো: রাজিব মৃর্ধা সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
মো: মামুন সিকদার চেয়ার প্রতীক নিয়ে ৮১ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আম প্রতীক নিয়ে ৩৯ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশনার মো: আজাদুর রহমান,সভাপতি উপজেলা সমবায় অফিসার,আমতলী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া ও নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ছিলেন,মুন্সি মহিদুজ্জামান সহকারী পল্লী উন্নয়ন অফিসার আমতলী (বিআরডিবি),মোঃ তুষার হোসেন সদস্য জুনিয়র অফিসার( বিআরডিবি)।