রাজশাহী তানোর প্রতিনিধি: গোলাম রাব্বানী (সফল)
রাজশাহী ৫২ (তানোর গোদাগাড়ী ১)
আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি।
এবং ওখানে আরো উপস্থিত আছেন তানোরে থানা আহ্বায়ক জনাব একরাম আলী মোল্লা
আরো উপস্থিত আছেন তানোর তানোর পৌর আহ্বায়ক সাইদুল ইসলাম।
এডভোকেট সুলতানুল ইসলাম তারেক
তানোর উপজেলা শিব মন্দির কৃতপক্ষে সভাপতি শ্রী শিখর দাস। তার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন অ্যাডভোকেট সুলতান হোসেন তারেক এবং উদ্বোধনও করেন।
আরো এতিম ছোট বাচ্চাদের মাঝে কিছু বক্তব্য রাখেন সুলতান ইসলাম তারেক এবং তানোর পৌর আহ্বায়ক একরাম আলী মোল্লা উপস্থিত ছিলেন এবং আরো ইউনিয়ন কর্তৃক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আতিক বজলুর রহমান মাহফুজুর রহমান সাইদুর রহমান।
এবং ছোট এতিম বাচ্চাদের সাথে এডভোকেট সুলতান তারেক মোলাকাত করেন এবং এতিম বাচ্চাদের সামনে এগিয়ে কিভাবে যেতে হবে সেগুলো বলে দেন এবং তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রশ্রয় ও দেন। দীর্ঘ আয়ু কামনা করে তাদের কোরআন পড়ার ও ভালোভাবে হাফেজ হতে পারে এ আশা ব্যক্ত করে সুলতাননুর ইসলাম তারেক।