মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীর মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত (এডহক) কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫ ইং) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব মো. আব্দুল হান্নান ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত আহবায়ক কমিটির সভাপতি আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জহিরুল ইসলাম মামুন(ভিপি মামুন) ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান হীরু ,পৌর বিএনপির আহবায়ক মো. কবির উদ্দিন ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল উদ্দিন খান, আমতলী উপজেল যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বি আর ডিবির চেয়ারম্যান মো. মঈনুদ্দিন মামুন, ছাত্রদল আহবায়ক মো. হেলাল চৌকিদার, মফাস্বল সাংবাদিক ফোরাম সভাপতি মো. মনির হোসেন. আমতলী প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মো. মহসিন মাতুব্বর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নে এডহক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহবান জানান।