
মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী বরগুনা প্রতিনিধি:
আমতলী কুয়াকাটা মহাসড়কের পাশের পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা-পুলিশ।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
আমতলী থানা-পুলিশ জানায়, আজ শনিবার সকালে কোনো এক সময়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। বিকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে পুকুরে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে বিকালে ৫ টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে।