মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা:
গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর গ্রামের নজির হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক(৩৮)নামের এক ইউনিয়ন আওয়ামীলীগ সমার্থককে গেল রাতে অপহরহন করার অভিযোগ পাওয়া গেছে। সে “রাদিয়া জেনারেল হাসপাতালে রোগী দেখতে আসার পর এ ঘটনার স্বীকার হন।
ভুক্তভোগীর পরিবার, থানার দারস্থ হয়ে জানান, তার কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবী করেছে অপহনরকারীরা।
তারা এতিমধ্যে দাবীকৃত টাকার মধ্যে
সাত হাজার টাকা ভুক্তভোগীর নাম্বারেই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিয়ে ক্যাশ আউট করে নিয়েছে তারা।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) বুলবুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম তাকে উদ্ধারের চেষ্টা করছে।এখনও উদ্ধার হয়নি।