মোঃ-রিয়াজ উদ্দিন হেলাল,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালনার অভিযোগে আমতলী ডায়বেটিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া তালুকদার ডেন্টাল অভিযানের খবর পেয়ে তালাবদ্ধ করে পালিয়ে যায়,এবং হিউম্যান কেয়ার ক্লিনিক ও পরিদর্শন করে।
আজকের অভিযানে নেতৃত্ব দেন আমতলী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান। তিনি জানান, “স্বাস্থ্য খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রম রোধে এ অভিযান অব্যাহত থাকবে। জনগণকে সঠিক ও নিরাপদ সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
এসময় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় কুমার হালদার,নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাবেরা পারভিন ছিলেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৪হাজার টাকা জরিমানা করা হয় এবং বৈধ লাইসেন্স সংগ্রহের জন্য তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ম মানতে ব্যর্থ হলে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।