নীলফামারী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রাথমিক প্রার্থী হিসাবে মনোনয়ন নিশ্চিত করেছেন গুলমুন্ডার সন্তান রোহান চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছে রোহান চৌধুরীর ঘনিষ্ঠ একাধিক সূত্র।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকা আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে ওবায়দুল্লাহ সালাফি গোটা সংসদীয় আসনে ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে চলেছেন। এছাড়াও প্রাথমিক মনোনয়ন পেয়ে মাঠে আছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।
এবারের নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে রোহান চৌধুরীর নাম আসায় তরুণদের মাঝে বেশ আলোড়ন তৈরী হয়েছে। জাতীয় পাটির আসন হিসেবে পরিচিত নীলফামারী ৩ আসনের শক্ত প্রার্থী হিসেবে ইতিমধ্যে রোহান চৌধুরীকে নিয়ে ভোটারদের মাঝে জোড় আলোচনা চলছে গোটা উপজেলা জুড়ে।
বিগত ২০০৮ ও ২০১৮ সালে আসনটিতে জাতীয় পার্টি জয়লাভ করায় এ আসনটিতে জাতীয় পার্টির ভাসমান ভোটব্যাংক থাকায় একটি ত্রিমুখী ভোটের লড়াই হাওয়ার সম্ভবনার আভাস পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে মুঠোফোনে প্রার্থী রোহান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘মনোনায়নের বিষয়টি প্রাথমিক পর্যায়ে চুড়ান্ত হলেও শেষ পর্যন্ত আমি জাতীয় পাটির প্রার্থী মনোনিত হব বলে আশা করছি।
তিনি বলেন,আগামী সংসদ নির্বাচন হবে অনেক চ্যালেঞ্জিং। দল আমাকে চুড়ান্ত ভাবে মনোনিত করলে আগামী জলঢাকা বির্নিমানে জীবন উৎসর্গ করব।”
ইতিমধ্যে তিনি জলঢাকা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে যোগাযোগ ও নিবিড় সম্পর্ক স্থাপন করেছেন। সৌজন্যে সাক্ষাৎ করছেন তৃনমুল পর্যায়ের মানুষের সাথে। এছাড়াও সংসদীয় আসনের আর্থ সামাজিক উন্নয়ন ও আগামীর জলঢাকা বির্নিমানে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে জানান তিনি। রোহান চৌধুরীকে নিয়ে উপজেলা জাতীয় পাটির নেতৃবৃন্দ আশাবাদী আসনটি পুনঃ উদ্ধারে।