মোঃ আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা
এনটিআরসিএ (১ম-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াছিন। জিএম ইয়াছিনের সাথে কথা হলে বলেন, সচিবালয়সহ সকল দপ্তর থেকে তারা নিজেরাই তাদের কথা রাখেননি। তাই আমরা আবারো এই সেপ্টেম্বর মাসেই একটি কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সে আন্দোলনে মাঠে আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন করে দিতে হবে। সেটা না দেয় তাহলে আমরা আন্দোলন আর বন্ধ করব না। ইতিপূর্বে আমরা ৪ বার প্রতারিত হয়েছি। আর প্রতারিত হতে চাই না। শিক্ষক পরিষদের নেতা আমির আসহাব, আল মুমিন, মোস্তফা কামাল, তাছলিমা খাতুন, আফিয়া, শাহরিয়ারসহ আরো অনেকের সাথে কথা হয় তারা বলেন, যতই আমাদেরকে সাউন্ড গ্রেনেট, টিয়ার সেল, জলকামান মার হোক আমরা আর কোন ভাবে প্রতারিত হতে চাই না। আমাদের আমাদের অধিকার আদায় করেই আমরা মাঠ ছাড়বো। রাত দিন 24 ঘন্টা আমরা আন্দোলন মাঠে এ অবস্থান করবো তবুও আমরা লিখিত প্রজ্ঞাপন ব্যতীত মাঠ ছাড়বো না। তাঁরা আরো বলেন রমানা জনের ডিসি মাসুদ আলম স্যার আমাদেরকে আন্দোলন মাঠে যে ভাবে বলেছেন সেই ভাবেই শান্তপূর্ণ আন্দোলন করেছি। তিনি ডিসি মাসুদ স্যারকে উদ্দেশ্য করে বলেন, স্যার আপনি এ পর্যন্ত যা বলেছেন আমরা সেটা মেনে নিয়েছি। আমরা যেহেতু শিক্ষক সে তো আমরা বিগত দিনগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। আমাদেরকে চারবার কথা দেওয়া হয়েছিল সেই কথা তারা রাখেননি। তাই আমরা মাঠে প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত মাঠ মার ছাড়বো না। দয়া করে আপনি আমাদের এই আন্দোলনে প্রশাসন দিয়ে কোন প্রকার হস্তক্ষেপ করবেন না।