1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
Title :
১সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা ৪৭ তম বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর আলোচনা সভা বরগুনা বিএনপি অফিস ভাঙচুরের মামলায়  আইনজীবী সমিতির সাবেক সভাপতি সহ ১২ আইনজীবী কারাগারে  গাজীপুর সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মোঃ রাসেল রানা বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন বরগুনার পাথরঘাটায় নদীর চর কেটে মাটি নিচ্ছে ইটভাটায়, হুমকিতে বাঁধ ঝিকরগাছায় পশু চিকিৎসকের রাম রাজত্ব : ৭৫টাকার বীজ বিক্রয় করছে ১২শত টাকায় গোবিন্দগঞ্জ দ্রুতগামী বাসের ধাক্কায় নারী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ গোবিন্দগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে নারীকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ কলাপাড়ায় টিম সিগমা স্পোটিং ক্লাব’র কমিটি গঠন প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়বস্তু বরগুনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরগুনা বিএনপি অফিস ভাঙচুরের মামলায়  আইনজীবী সমিতির সাবেক সভাপতি সহ ১২ আইনজীবী কারাগারে 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

বরগুনা প্রতিনিধি: আরিফ হোসাইন

 বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামীপন্থী ১২ জন আইনজীবীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই ১২ জন আদালতে হাজির হয়ে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বরগুনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল রহমান।

কারাগারে প্রেরিত আইনজীবীরা হলেন বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম, এয়াডভোকেট মজিবর রহমান, বুড়িরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হুমায়ুন কবির, এ্যাডভোকোট মো. নুরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের নেতা ও দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার এ্যাডভোকেট মজিবুল হক কিসলু, এ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু, যুবলীগ নেতা এ্যাডভোকেট জুনায়েদ হোসেন জুয়েল, এ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, এ্যাডভোকেট ইমরান হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, এ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল এবং এ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন।

মামলা সূত্রে জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৫ সালের ৩০ এপ্রিল বরগুনা থানায় মামলাটি দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ১৭ মার্চ বেলা ১১টার দিকে আওয়ামী লীগের বরগুনা জেলা শাখার সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু ও শওকত হাসানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপির বরগুনা জেলা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় দাবি করা হয়েছে।

মামলার পর ১২ আসামি চলতি বছরের ২ জুলাই হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন এবং ২১ জুলাই বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ জুলাই তারা পুনরায় জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য দিন ধার্য করেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট নুরুল আমীন।

তিনি বলেন মামলাটি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হলেও এটি জামিনযোগ্য।

আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া ও এ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, আমরা পুনরায় জামিন আবেদন করব। আসামিরা সবাই নিয়মিত আদালতে কর্মরত আইনজীবী। তারা পলাতক হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া, মামলাটি দুই বছর আগের একটি রাজনৈতিক ঘটনা নিয়ে করা হয়েছে এবং আসামিদের অনেকেই আওয়ামী লীগের সদস্য নন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved