মোঃ রিদুয়ান চৌধুরী
উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ১১৫ তম পবিত্র মহান ১৩ রবিউল আউয়াল পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল রবিবার, ০৭ সেপ্টেম্বর,২০২৫ দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে । এই উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে ব্যাপক কর্মসূচী আয়োজন করা হয়েছে। আয়োজনের ১ম পর্বে বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রতিষ্ঠাতা পীরে তরিকত কুতুবে জমান আল্লামা মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) নির্দেশিত দরবারে বেতাগী আস্তানা শরীফের উদ্যোগে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র, অভিভাবক,এলাকার সর্বস্তরের জনসাধারন,মুহিব্বীন মুরিদানদের অংশগ্রহনে বেতাগী আস্তানা শরীফ হতে কদলপুর সুলতানুল আরেফিন হযরত আশরফ শাহ বলখী রাহমাতুল্লাহির মাজার শরীফে মোটর শোভা যাত্রা সহকারে জসনে জুলুছের কার্যক্রম অনুষ্ঠিত হবে। জুলুছের নেতৃত্ব প্রদান করবেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য , হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।
জুলুসটি বেতাগী আস্তানা শরীফ হতে শুরু হয়ে বেতাগী চম্পাতলী, তিনচৌদিয়া, পোমরা শান্তিরহাট, কাপ্তাই রোড হয়ে পাহাড়তলি,চুয়েট, কদলপুর এর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিত করে কদলপুর হযরত আশরফ শাহ রাহমাতুল্লাহির মাজার শরীফে গিয়ে শেষ হবে । অনুষ্ঠানের অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ, বাদে আসর হতে মিলাদ মাহফিল ও বাদে এশা আখেরী মোনাজাত শেষে তবারুক বিতরণ ।
দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) দরবার এ বেতাগী আস্তানা শরীফের ভক্ত ,আশেকিন ,আত্নীয় স্বজন সহ সকল সুন্নী মুসলমানদের জুলুসে অংশগ্রহন ও মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম মাহফিলে অংশগ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ।
পাশাপাশি ১২ রবিউল আউয়াল শরীফ বিশ^ ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম জশনে জুলুসে বিশেষ করে; আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত জশনে জুলুসে অংশগ্রহনের জন্য এবং ঈদে মিলাদুন্নবী (দঃ) ১৪৪৭ হিজরী রাসুল (দঃ) শুভাগমনের ১৫০০ বছর উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত সহ ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলোকে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন ।