মোমেন আকন্দ (বিশেষ প্রতিনিধি)
গাজীপুর জেলার শ্রীপুর থানার সোহাদিয়া গ্রামস্থ ঐতিহ্যবাহী আব্বাসিয়া দরবার শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও তবাররুক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ মাহফিলে হাজারো ভক্ত-আশেকান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দরবার শরিফের গদ্দিনশিন পীর সাহেব শাহ সূফি আব্দুল করিম আল কাদেরি। দিনব্যাপী আয়োজিত জশনে জুলুসটি দরবার শরিফ থেকে শুরু হয়ে বরমী বাজার, বরামা চৌরাস্তা, শ্রীপুর থানা সংলগ্ন রোড, শ্রীপুর চৌরাস্তা, বাতেন সড়ক, টেঙরা বাজার ও বরমী-মাওনা রোডের শাতখামাইর হয়ে পুনরায় দরবার শরিফে এসে সমাপ্ত হয়।
এতে অংশ নেন ভাণ্ডার শরিফ, রাঙামাটি গাউছিয়া দরবার, ভাঙড়া ও গাউছুল আজম বরিয়াবর দরবার শরিফসহ বিভিন্ন দরবার শরিফের ভক্তবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পীরজাদা এস এম রুহুল আমিন, সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিএনপি; মোঃ রতন ফকির- সদস্য , শ্রীপুর উপজেলা বিএনপি, রায়হান শেখ বাবু সাবেক সহ সাংগঠনিক সম্পাদক -,গাজীপুর জেলা ছাত্রদল, মুফতি মাওলানা জুনাইদ আহমাদ সিরাজি, পীর সাহেব গাউছুল আজম দরবার শরিফ, রাঙামাটি।
বক্তারা তাদের আলোচনায় বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির পথনির্দেশক। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানুষের কল্যাণ, ভ্রাতৃত্ব, ত্যাগ ও সত্যনিষ্ঠ জীবনের যে শিক্ষা দিয়ে গেছেন, তা আজও বিশ্ববাসীর জন্য দিকনির্দেশক। দরবার শরিফসমূহ এ শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।
দরবার শরিফের পক্ষ থেকে সকল ভক্ত-আশেকান, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।