1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
বাসর ঘরে স্বামীর গোপনাঙ্গ কর্তন করলেন স্ত্রী জুয়ার অ্যাপ থাকলে বিপদে পড়বেন: ডিমলা থানার ওসির সতর্কবার্তা চট্টগ্রামে আনজুমান ট্রাস্টের ঐতিহাসিক জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত ‎ গাজীপুরে আব্বাসিয়া দরবার শরিফে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও মাহফিল বাউফলে ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন শিশুর লাশ উদ্ধার , পাওয়া যায়নি পরিচয় তানোর চুনিয়াপাড়া গ্রামবাসীর উদ্যগে ২দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে : আমিনুল হক ধামরাইয়ে সাদ হত্যা মামলায় ছাত্রলীগ নেতা তুষার গ্রেফতার আদর্শের আলো ছড়িয়ে মানবতার বার্তা পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ

চট্টগ্রামে আনজুমান ট্রাস্টের ঐতিহাসিক জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত ‎

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

‎মোঃ রিদুয়ান চৌধুরী

আজ ৬ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রামে আনজুমান ট্রাস্টের ঐতিহাসিক জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) পালিত ।
‎আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রামে আজ শনিবার অনুষ্ঠিত হয় জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) জশনে জুলুছ । ৫৪ তম এই জুলুছ বা বরর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। তার সাথে ছিলেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ।


‎জুলুছ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো জুলুছে লাখো মানুষের সমাগম ঘটেছে বলে আশাবাদী আয়োজকরা।


‎এ উপলক্ষে জুলুছের বিস্তারিত তুলে ধরেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহসহ লাখো’জনতা মহান এই জুলুছে উপস্থিত ছিলেন।


‎এবারের ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের এইরা পৃষ্ঠে শুভাগমনের ১৫০০ বছর পূর্তি। ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের এমন এক স্মরণীয় দিবসে অনুষ্ঠিত হল আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৪ তম জশনে জুলুছ।


‎আরো একটি সুখবর হলো, এই বছর ২০২৫ এ ঐতিহ্যবাহী এই আনজুমান’র শতবর্ষ পূর্ণ হয়েছে।


‎এই বিরল মুহূর্তে, আনজুমান ট্রাস্টের পক্ষ থেকে সমগ্র বিশ্ববাসীকে জানাই শুভেচ্ছা।


‎ইনশা আল্লাহ, দরবারে সিরিকোটের অন্যতম সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মুদ্দাজিল্লুহুল আলী এই জশনে জুলুছের নেতৃত্বে দিয়েছেন । তাঁর সাথে আরো ছিলেন, দরবারের সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ এবং সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ।


‎সবাই আশা করেন, এবারের এই জশনে জুলুছ বরাবরের মতোই জনসমুদ্রে রূপ নিয়েছে।


‎বিশ্বের বৃহত্তম মিলাদ ও শোভাযাত্রা হিসেবে ইতোমধ্যে আলোচিত এই জুলুছকে এখন চট্টগ্রামের ইতিহাস- ঐতিহ্যের ধারক হিসেবেও গণ্য করা হয়। তাই আয়োজক’রা মনে করেন… শরিয়ত সম্মত নির্মলিন ঐতিহ্য রক্ষা করা সকলের দায়িত্ব।


‎জুলুছের সার্বিক শৃঙ্খলা এবং নিরাপত্তার যেন কোনভাবেই বিঘনতা না ঘটে এ জন্য পুলিশ প্রশাসন এবং জামেয়ার নির্ধারিত


‎স্বেচ্ছাসেবকদের দিক নির্দেশনা, বিশেষত আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম কানুন মেনে চলতে সবাইকে উদাত্ত আহ্বান জানায়েছেন ।


‎জুলুছে ড্রামসেট প্রবেশ, নারীদের অংশগ্রহণ এবং খাদ্যদ্রব্য নিক্ষেপ বরাবরের মতোই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে । সকাল ৯টায় পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে শুরু করে বিবিরহাট (বামে মোড়)-মুরাদপুর (ডানে মোড়)-ষোলশহর-২ নম্বর গেইট-জিইসি মোড় (ডানে মোড়)- পুনরায় ২ নম্বর গেইট- ষোলশহর -মুরাদপুর-বিবিরহাট-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুছ ময়দানে জমায়েত হয়ে দুপুর ১২টায় মাহফিল এবং নামাযে যোহর ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved