রাজশাহী তানোর প্রতিনিধি:
গোলাম রাব্বানী (সফল)
রাজশাহী তানোর চুনিয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে ২দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন: আলহাজ্ব এডভোকেট সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী ১
(তানোর – গোদাগাড়ী) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য
(কেন্দ্রীয় কমিটি) ও সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোদাগাড়ী উপজেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি: আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক, আহ্বায়ক মুণ্ডমালা পৌর বিএনপি ও সাবেক সফল শ্রেষ্ঠ চেয়ারম্যান।
সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ আলী, চুনিয়াপাড়া।
পরিচালনায়: আব্দুল কুদ্দুস সোনার, সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি।
আরো উপস্থিত ছিলেন, তানোর পৌর দুই দুইবারের মেয়র ও দুই দুইবারে উপজেলা চেয়ারম্যান মরহুম ইমরান আলী মোল্লার সহোধর ছোট ভাই, তানোর পৌর বিএনপির আহ্বায়ক: একরাম আলী মোল্লা।
তানোর পৌর যুবদল আহ্বায়ক: সাইদুর রহমান।
আয়োজনে: চুনিয়াপড়া ইয়াং-স্টার ক্লাব, মুণ্ডমালা, তানোর, রাজশাহী।