নিজস্ব প্রতিবেদক:
এসএসসি ২০০৯ এবং এইচএসসি ২০১১ ব্যাচের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘দ্য ইনভিন্সিবল ৯/১১ তাদের ৭ম বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়াম, দোয়েল চত্তর, শাহবাগ, ঢাকা-তে। অনুষ্ঠান চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এই অনুষ্ঠানের মূল আকর্ষণ:
বিশেষ ডি-জে শো পরিবেশন করবেন জনপ্রিয় ডিজে সনিকা সহ আরো অনেক কন্ঠ শিল্পী থাকছে। অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে এবং ফি নির্ধারণ করা হয়েছে ৭৬৫ টাকা।
যোগাযোগ:
রেজিস্ট্রেশন বা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন নিচের নম্বরে:
হাবিব ওয়াহিদ মিজান:01719-925969
রাহাত ফারহান: 01797-066136
রাইসুল রুবেল: 01715-421536
পিএম কামাল: 01989-645343
মাহবুব রব্বানী: 01683-705727