নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার বিগত কমিটি বিলুপ্ত হওয়ায় আগামী কমিটি গঠনের লক্ষ্যে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি মোঃ নূরে ইসলাম মিলন স্যার ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাকিবুল ইসলাম (মিঠুন) এবং দৈনিক বিডি ক্রাইম টাইমস অনলাইন পোর্টালের তানোর উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী সফল।
সভায় বক্তারা বলেন, আগামী দিনে জাতীয় সাংবাদিক সংস্থা একটি শক্তিশালী কমিটি গঠন করে ঐক্যবদ্ধ সাংবাদিকতার পাশাপাশি জাতির কল্যাণে কাজ করে যাবে—এই প্রতিজ্ঞাই আমরা ধারণ করি।