1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
Title :
বরগুনার বামনা উপজেলায় অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার কেন্দুয়ায় দুর্নীতি তদন্তে হাতাহাতি ক্ষিপ্ত গ্রামবাসীকে ফেরাতে গিয়ে আহত কেন্দুয়ার ইউএনও ইমদাদুল হক তালুকদার গোবিন্দগঞ্জে ঘরের দরজা খুলে পাওয়া গেল প্রাণ কোম্পানীর সেলসম্যানের নিথর মরদেহ মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ধামরাইয়ে ব্যাক্তিগত জমির উপর দিয়ে রাস্তা নেওয়ায় বাধাঁ, পিটিয়ে হত্যার চেষ্টা দুদকের মামলায় জেলা প্রশাসনের সাবেক নাজিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বরগুনার আমতলীতে পুলিশের অভিযানে ০৩ কেজি গাঁজা উদ্ধার সহ ০১ জন আসামী গ্রেফতার তানোর পৌর: ৬নং ওয়ার্ডে আদিবাসী পাড়ায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এতিমের টাকা আত্মসাৎ ও জাতীয় পতাকার অবহেলা (প্রথম পর্ব) বিভিন্ন অনলাইন জুয়ার কালো থাবায় আকৃষ্ট হচ্ছে ডিমলার তরুণ প্রজন্ম

দুদকের মামলায় জেলা প্রশাসনের সাবেক নাজিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

বরগুনা প্রতিনিধি, আরিফ হোসাইন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় বরগুনা জেলা প্রশাসনের সাবেক নাজির মাসুদ করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

গত বছরের ৩০ মে বরগুনার বিশেষ জজ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল রনি।

মামলা সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানকালে মাসুদের গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা। যেখানে তার নিজের নামে ২ কোটি ২ লাখ ৬১ হাজার ২০২ টাকার সম্পদ ও স্ত্রী খাদিজা আক্তারের নামে ২২ লাখ ৭ হাজার ১৫৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

এ ছাড়া, ৩২ লাখ ৫৯ হাজার ৯৯৩ টাকা ঋণ বাদে তার নিজ নামে ও স্ত্রীর নামে অর্জিত নিট সম্পদ পাওয়া গেছে ১ কোটি ৯২ লাখ ৮ হাজার ৩৬৪ টাকা। মাসুদ পারিবারিক ব্যয় দেখিয়েছেন ২৫ লাখ ৫৪ হাজার ১৪৩ টাকা। মাসুদের ও স্ত্রীর নামে অর্জিত মোট সম্পদের মূল্য তদন্তে পাওয়া গেছে ২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৫০৭ টাকা। তদন্তে ৫৪ লাখ ৭৪ হাজার ৬০২ টাকা আয় ব্যতীত তার নিজ ও স্ত্রীর নামে অর্জিত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য পাওয়া গেছে ১ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৯০৫ টাকা।

আসামি মাসুদেরর দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৪১ লাখ ৬৭ হাজার ৮৩২ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন।

এ বিষয়ে জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নুরুল আমিন বলেন, “তদন্ত করে বৃহস্পতিবার আদালতে চার্জশিট দিয়েছে দুদক। আদালত চার্জশিট গ্রহণ করে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক নাজির মোহাম্মদ আল মাসুদ করিম এবং তার স্ত্রী খাদিজা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved