1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
Title :
বরগুনার বামনা উপজেলায় অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার কেন্দুয়ায় দুর্নীতি তদন্তে হাতাহাতি ক্ষিপ্ত গ্রামবাসীকে ফেরাতে গিয়ে আহত কেন্দুয়ার ইউএনও ইমদাদুল হক তালুকদার গোবিন্দগঞ্জে ঘরের দরজা খুলে পাওয়া গেল প্রাণ কোম্পানীর সেলসম্যানের নিথর মরদেহ মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ধামরাইয়ে ব্যাক্তিগত জমির উপর দিয়ে রাস্তা নেওয়ায় বাধাঁ, পিটিয়ে হত্যার চেষ্টা দুদকের মামলায় জেলা প্রশাসনের সাবেক নাজিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বরগুনার আমতলীতে পুলিশের অভিযানে ০৩ কেজি গাঁজা উদ্ধার সহ ০১ জন আসামী গ্রেফতার তানোর পৌর: ৬নং ওয়ার্ডে আদিবাসী পাড়ায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এতিমের টাকা আত্মসাৎ ও জাতীয় পতাকার অবহেলা (প্রথম পর্ব) বিভিন্ন অনলাইন জুয়ার কালো থাবায় আকৃষ্ট হচ্ছে ডিমলার তরুণ প্রজন্ম

বরগুনার বামনা উপজেলায় অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

আরিফ হোসাইন, বরগুনাঃ

বরগুনার বামনা উপজেলায় এক অটো রিক্সা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া ওই চালকের নাম মো.  আজিজুল (২২) সে উপজেলার তালেশ্বর গ্রামের  মো. ফারুক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বামনা উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দানের সামনে সড়কের পাশে একটি ডোবার কচুরীপানার ভিতর অর্ধ ডুবন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বামনা থানার অফিসার ইন চার্জ(ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, আজিজুল পেশায় একজন অটোরিক্সা চালক। তাকে খুন করে তার অটোরিক্সা নিয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি দ্রুত সময়ের মধ্যে অপরাধী সনাক্ত করে গ্রেপ্তার করার।

স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানায়, তিনি ঘটনার রাস্তা দিয়ে যাচ্ছিলো এমন সময় দূরে কিছু একটা পানিতে ফেলে দেওয়ার শব্দ পায়। পরে সামনে গিয়ে রাস্তায় রক্ত দেখে ডাক চিৎকার   দিলে লোকজন ছুটে আসে। এবং ডোবার ভিতর মরদেহ দেখতে পায়।

স্থানীয়রা আরো জানান, ঘটনাস্থলের কাছে একটি চায়ের দোকানে অনেকেই একটি অটো রিক্সাকে দ্রুত গতিতে যেতে দেখে তাদের সন্দেহ হয়। চিৎকার শুনে কয়েকজন ঈদগাহ  ময়দানের সামনের দিকে গেলে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে।  পুলিশ এসে ডোবা থেকে আটো চালকের গলাকাটা মরদেহটি উদ্ধার করে।

এ বিষয় পাথরঘাটা বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, তিনি সহ পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং খুনের রহস্য উদঘাটনে কাজ করছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved