প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি
ভাল কাজ করার উদ্দেশ্য কে উৎসাহিত করার লক্ষ্যে Brahmanbaria Helpline আয়োজিত ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী-তে প্রিয় পরিবার-ব্রাহ্মণবাড়িয়া ও ঐক্যবদ্ধ আশুগঞ্জ কে বিশেষ সম্মাননা প্রদান করেন।
গত ৭ ই অক্টেবর ব্রাহ্মণবাড়িয়া হেল্পলাইন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে আমাদের সংগঠন প্রিয় পরিবার ব্রাক্ষণবাড়িয়া ও ঐক্যবদ্ধ আশুগঞ্জ কে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারকটি গ্রহণ করেন
প্রিয় পরিবার ব্রাক্ষণবাড়িয়া সংগঠন এর অন্যতম এডমিন ভেনুজির বেগম ও ঐক্যবদ্ধ আশুগঞ্জ সংগঠনের এডমিন আল মানুন।
আমরা প্রিয় পরিবার-ব্রাক্ষণবাড়িয়ার পক্ষ থেকে Brahmanbaria Helpline এর সাথে সংশ্লিষ্ট সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ ও কৃতজ্ঞতা জানাই।
এছাড়া, ঐক্যবদ্ধ আশুগঞ্জ এ-র পক্ষ থেকে জানায়,
আমরা কোন আনুষ্ঠানিক ক্রেষ্ট পাওয়ার আশায় বা পাবো বলে এ-ই ধরনের কাজ করতে আগ্রহ প্রকাশ করিনি।
তারপরেও আমাদের সম্মানিত করায় Brahmanbaria Helpline কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।
আমরা সব সময় দেশ ও জনগণের মঙ্গলের জন্য সুন্দর ও ভাল কাজ গুলো যেনো করতে পারি, সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
আমরা আমাদের ঐক্যবদ্ধ আশুগঞ্জ এর পক্ষ থেকে কাজ চলমান রাখবো,ইনশাআল্লাহ….
আমরা সকলে Brahmanbaria Helpline এর সাফল্য কামনা করছি।