নিউজ ডেস্ক:-
ডিজিটাল যুগে এখন সবাই তথ্যের ভেতরে বাস করছে।কিন্তু এই তথ্যের বন্যায় প্রকৃত সংবাদটি চিনে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”— মন্তব্য করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর যুগ্ম সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আনোয়ার আল দীন।লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ‘ফিউচার অব নিউজ’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে তিনি বলেন, “ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার যুগে সাংবাদিকদের উচিত সস্তা সংবাদের প্রতিযোগিতায় না জড়িয়ে, মানসম্পন্ন ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল হওয়া।”তিনি আরও বলেন, “প্রযুক্তি সংবাদকে যেমন সহজলভ্য করেছে, তেমনি সত্যতা যাচাইয়ের নতুন চ্যালেঞ্জও এনেছে। ভবিষ্যতের সাংবাদিকতা হবে আরও তথ্যনির্ভর (data-driven) ও দ্রুততর।”সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডিং প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট বেলাল আহমেদ ও এমদাদুল হক চৌধুরী, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলী, কবি ও সাংবাদিক সারওয়ার ই আলম, সাংবাদিক আবদুল মুনিম জাহিদ ক্যারল, এবং নিউজ প্রেজেন্টার রুপি আমিন।আলোচনা শেষে আনোয়ার আল দীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার সালেহ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, অর্গানাইজিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া সেক্রেটারি আব্দুল হান্নান, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েসসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, “বর্তমানে মিডিয়ায় নতুন এক বিবর্তন চলছে। অনেক সময় দেখা যায়, একটি সোশ্যাল মিডিয়া পোস্টই হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু।কিন্তু শেষ পর্যন্ত পাঠক আস্থা রাখবেন সেই সংবাদমাধ্যমেই, যারা অনুসন্ধানী ও সত্যনিষ্ঠ।”সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, “আমরা চাই লন্ডন বাংলা প্রেসক্লাবের আয়োজনে এমন অনুষ্ঠান হোক যা শুধু সংবর্ধনা নয়, বরং সাংবাদিকতার জন্য শিক্ষণীয় ও তাৎপর্যপূর্ণ হয়।”