মো: আল মুমিন সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিবাদমান জমিতে হালচাষ করাকালে বাঁধা দিয়ে মারপিটে দুই জনকে আহতের ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) উপজেলার কামারদহ ইউপির চকপাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় আতাউর রহমান জুয়েল প্রতিবেশি ছবেদ আলী শেখ, মাহফুজ শেখ, উজ্জ্বল শেখদের অভিযুক্ত করে থানায় মামলা নং ২৪/৪৮২ রেকর্ড করে।
মামলা সূত্রে শনিবার (১৮ অক্টোবর) বিকালে পুলিশ অভিযুক্ত উজ্জ্বল ও মাহফুজ শেখকে আটক করেছে।
জানা যায়, ভুক্তভোগীর মা রুহিয়া বেগমের ক্রয় করা ১৪ শতাংশ জমির সীমানা সার্ভেয়ার দিয়ে চিহ্নিত করা হয়। সীমানা পিলার অভিযুক্তদের জমির মধ্যে যাওয়ায় দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়। ঘটনার দিন জমিতে হাল-চাষ দিতে গেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীদের উপর চড়াও হয়। এ ঘটনায় ভুক্তভোগীসহ তার মা ও স্ত্রী রক্তাক্ত জখম এবং শ্লীলতাহানির ঘটনা ঘটে।
পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত উজ্জ্বল ও মাহফুজকে গ্রেফতার করা হয়েছে।