শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা):
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেছেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা কাজ করছি।”শনিবার পাইকগাছা মৎস্য গবেষণা ও লোনা পানি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পাইকগাছা ও কয়রার মানুষের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।সভায় সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহফুজ উল আলম বিশেষ অতিথি ছিলেন বাসস চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আল দীন। তিনি বলেন, “১৯৯২ সালে জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে আজীবন শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, প্রেসক্লাব সভাপতি এফ. এম. এ. আব্দুর রাজ্জাক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি. এম. মিজানুর রহমানসহ শিক্ষক ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।