1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
বঙ্গোপসাগরে  মাছ শিকারে  ২২ দিনের নিষেধাজ্ঞা, ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত  জেলেরা   রংপুরে টাইফয়েড টিকা (টিসিভি)-২৫,গণমাধ্যমকর্মীদের সাথে পরামর্শ কর্মশালা পাইকগাছায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন গোবিন্দগঞ্জে জমিতে হাল-চাষে বাঁধা; আহত ২, আটক ২ শেকৃবি ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদকের বিরুদ্ধে মেয়েদের অশ্লীল ছবি তোলা ও টাকা আত্মসাতের অভিযোগ ধামরাইয়ে বাড়ীর সেফটি টেংকিতে পড়ে ২ শিশুর মৃত্যু ডেমরা-রূপগঞ্জ-কালিগঞ্জ সড়ক নির্মাণে ধীরগতি \ দুর্ভোগ কাতার ফিরোজ আব্দুল আজিযে শুভ উদ্বোধন হল “আল মুত্তাকিন লন্ডি অ্যান্ড সার্ভিসেস জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ২০২৫ এখানে উপস্থিত ছিলেন রাজশাহী-৫২ (তানোর গোদাগাড়ী-১) মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন দিনাজপুরে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বঙ্গোপসাগরে  মাছ শিকারে  ২২ দিনের নিষেধাজ্ঞা, ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত  জেলেরা  

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫ Time View

আরিফ সিকদার,কলাপাড়া প্রতিনিধি:

প্রতি বছরই অক্টোবর মাসে ২২ দিনের জন্য বঙ্গোপসাগর ও নদ-নদী  মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।মৎস্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের এই উদ্যোগের ফলে সমুদ্রগামী জেলেরা বর্তমানে মাছ শিকার থেকে বিরত রয়েছেন।এই সময়ে বসে নেই উপকূলীয় এলাকার মৎস্যজীবীরা। এই সময় কাজে লাগিয়ে ব্যস্ত সময় পার করছেন নিজেদের ট্রলার ও জাল মেরামতের কাজে। অনেকে আবার ট্রলারে রং করানো, জাল মেরামত,ইঞ্জিনের যন্ত্রাংশ ঠিক করার মতো কাজেও মন দিয়েছেন। 

সরেজমিনে দেখা গেছে মৎস্য বন্দর মহিপুর, আলীপুর ও কুয়াকাটা এলাকার বিভিন্ন জেলে পল্লী এবং ডগ গুলো ঘুরে দেখা যায়, দিনরাত মাছধরা ট্রলার, নৌকা ও জাল মেরামত কাজে ব্যস্ত রয়েছে জেলেরা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো,মজনু গাজী বলেন, এই ২২ দিনের অবসর সময় আমাদের জন্য সবকিছু মেরামত করার সুযোগ। ট্রলার মেরামত, জাল ঠিক করা, ইঞ্জিন সার্ভিসিং,সবকিছু ঠিক করছে জেলেরা, যেন নিষেধাজ্ঞা শেষে পূর্ণ উদ্যমে মাছ ধরতে যেতে পারে।

জেলে নেতা মো মোস্তফা মাঝি বলেন, এ সময় অনেক জেলে কর্মহীন হয়ে পড়ে। সরকারি সহায়তা হিসেবে চাল সরবরাহ করা হলেও তা অনেক সময় পর্যাপ্ত হচ্ছে না। আবার অনেক  জেলেদের জেলে কার্ড না থাকায় সরকারি সহায়তা থেকেও বঞ্চিত হচ্ছে তারা। আমরা চাই যারা সত্যিকারের জেলে তারা যেন সবাই জেলে কার্ড এর মাধ্যমে সরকারি সহায়তা ভোগ পায়। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এ ধরনের নিষেধাজ্ঞা ইলিশের উৎপাদন বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। এই পদক্ষেপের ফলে ইলিশের প্রজনন নিরাপদ হয় এবং পরবর্তীতে এর প্রভাব বাজারে ইলিশের সরবরাহ ও দামে ইতিবাচকভাবে পড়ে। কলাপাড়া উপজেলায় শতভাগ নিষেধাজ্ঞা পালনের কথাও বলেন তিনি। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, কাউছার হামিদ বলেন,এ সময় কেউ সমুদ্রে মাছ ধরতে গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কোস্ট গার্ড,নৌ পুলিশ ও মৎস্য বিভাগের টহল জোরদার করা হয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে এই নিষেধাজ্ঞা কার্যকর করায় জেলেদের সাময়িক কষ্ট হলেও দীর্ঘমেয়াদে মাছের উৎপাদন বাড়বে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved