
মিরপুর প্রতিনিধি :
১৯ অক্টোবর ২০২৫ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো লাইফস্টাইল সেলুন এন্ড বিউটি পার্লার।মিরপুর ১, এফ ব্লক, ৬ নং রোডের ৩০ নং বাড়িতে ঐ দিন ছিলো আলোর ঝলকানি। বাদ্যের তালে তালে মুখরিত হয়ে উঠে চারপাশ। প্রথমে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এরপর অতিথিরা ফিতা কেটে ভিতরে প্রবেশ করেন। শুরু হয় প্রোগ্রামের মূল আকর্ষণ।প্রতিষ্ঠানের এমডি নূর হাসান রাজ ও স্ত্রী আশা চৌধুরী সহ প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল অভিনেত্রী সানজিদা স্নিগ্ধা কেক কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।এ সময় পরিচালক আশা চৌধুরী বলেন আমরা মিরপুরে অন্যদের থেকে কিছু ভিন্নতা নিয়ে এসেছি।
এখানে সব ধরনের সেবা দিতে আমরা প্রস্তুত। আমাদের এখানে বিউটি কেয়ার প্রোডাক্ট সহ সব ধরনের সাজগোজের প্রোডাক্ট পাবেন। এখানে আছে অভিজ্ঞ স্পেশালিস্ট বিউটি স্পার্ট।
চাহিদা অনুযায়ী সব ধরনের সেবা সবার নাগালের মধ্যে থাকবে। এ সময় ব্র্যান্ড অ্যাম্বাসেডর সানজিদা স্নিগ্ধ ঘোষণা করেন গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে পুরো নভেম্বর মাস জুড়ে ৫০ % ডিসকাউন্ট থাকবে।তাই আজই চলে আসুন উপভোগ করুন আমাদের সেবা। কেউ হতাশ হবেন না কথা দিলাম।