
স্টাফ রিপোর্টার
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছাত্রদল সভাপতি ছাব্বির মোল্লার বিরুদ্ধে শালিস বৈঠকে নারী নির্যাতনের অভিযোগ।
এ বিষয়ে ভুক্তভোগী নারী জানান প্রকাশ্য রাস্তার মধ্যে মধ্যযুগের কায়দায় অপমান লাঞ্ছনার শিকার হয়েছেন তিনি।
ওই নারীর ভাষ্যমতে তার মা তার ভাই এবং তাকে চর থাপ্পর মারা হয়েছে।
এ বিষয়ে আমুয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি, মোঃ সাব্বির মোল্লা কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন এ কথাও জানান।
আমুয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ সুশীল সমাজের নাগরিকরা জানিয়েছেন এভাবে যদি দলের ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্য দিবালোকে এক নারীকে নির্যাতন করা হয় তাহলে আগামী দিনে কি হবে সেই নিয়ে আশঙ্কায় ভুগছেন তারা।
ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, আমরা আইনের কাছে এর সুষ্ঠু বিচারে দাবী জানাচ্ছি।