
প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি
গতকাল রাতে বিরামপুর গ্রামে ঝগড়ায় চারটি ঘর আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিল দুর্বৃত্তরা। ঘর ও দোকান লুটপাট করে।
২৫ অক্টবর ২৫ ইং (শনিবার) ব্রাহ্মণবাড়িয়া সদর সাদেক পুর ইউনিয়ন বিরামপুর গ্রামে ২০০ টাকার লুডু বাজি খেলা নিয়া আবারও ভয়াবহ ঝগড়া।
সকাল ৫ টা থেকে ঝগড়া শুরু হয়। প্রায় ৮ ঘন্টা রক্তক্ষয়ি সংঘর্ষের মধ্যে সমাপ্ত ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে ঝগড়ার সূএপাত চলছে।
বিভিন্ন মাধ্যমে মিমাংসা করার চেষ্টা করলে শেষ হয়নি।তারি ধারাবাহিক গতকাল রাতে ২০০ টাকার লুডু খেলা কে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি। এতে করে দুর্বৃত্তরা গ্রামের ৪ টি ঘরে আগুন জ্বালিয়ে দিলে পুড়ে ছাই হয়ে যায়।বহু ঘর,দোকান লুটপাট করে মালা মাল নিয়ে যায়।
আর সেই সূএ ধরে সকল বেলাতে ঘরে আগুন জ্বলতে দেখা গেছে।
ইতিমধ্যে একজনের মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।বহু লোক আহত হয়েছে বলে জানা যায়।
রাতে পুলিশ এসে ঝগড়া থামামোর চেষ্টা করেও কোনো সমাধান হয়নি।
সকল ৫ টা থেকে দুই পক্ষ দেশি অস্র, তীর, বল্লম, লান্দা , মাথায় হেলমেট, বাঁশের কাটি, মুলি এবং শরীরে হলুদ ড্রেস পরে এক পক্ষ অপর পক্ষ কে আক্রমন শুরু করতে দেখা গিয়েছে।
আজ সকলে চুড়ান্ত সংঘর্ষে একজনের প্রাণহানি হয় ও কয়েক জন আহত হয়ে হসপিটালে ভর্তি হয়।
….ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।