
রাজশাহী প্রতিনিধি,গোলাম রাব্বানী (সফল)
রাজশাহী তানোর উপজেলা মালসিরা যুবদলের নেতা সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের কিছু দোসর তাকে একা পেয়ে রাস্তার মধ্যে মারধোর শুরু করে। যারা ওনাকে মেরেছে তাদের নাম হচ্ছে, ১-শিমুল উদ্দিন
২-রফিকুল ইসলাম
৩-রেজাউল ইসলাম
৪-সিরাজুল ইস
শরিফ উদ্দিন মুন্সি তানোর মেডিকেলেৎ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উনাকে আরো হুমকি দেওয়া হয় তুই যদি বের হোস তবে তোকে মেরে ফেলবো এই নিয়ে মালসিরা গ্রামবাসীরা খুব ভয়-ভীতির সঙ্গে দিন কাটাচ্ছে তাদের হাতে সব সময় ভারী অস্ত্র থাকে পর্যায়ক্রমে রামদা নিয়ে ঘুরে বেড়ান রফিকুল ইসলাম সে একজন পাকা আওয়ামী লীগের দোসর 
তারা চার ভাই মিলে একসঙ্গে ধরে রাস্তার উপর হামলা শুরু করে এবং দেশীয় অস্ত্র ব্যবহার করে তখন শরীফ মুন্সী একাই ছিলেন। ওরা চার-পাঁচজন ভাই এসে মুন্সি মাথার উপর বড় কোপ্তা এ দিয়ে আঘাত করে।
তাৎক্ষণিক ওইখানকার লোকজন ভ্যানে বসিয়ে তাকে তানোর মেডিকেলে এ ভর্তি হয় ওইখান থেকে চিকিৎসক বলে আপনারা দ্রুত রাজশাহী কলেজ হাসপাতালে ভর্তি করেন।