
নিজস্ব প্রতিবেদক:
সোহাগ খান ও হিরন খান তাদের পৈত্তিক সম্পত্তি বিক্রি করে ১বছর আগে কিন্তু তাদের চাচাতো ভাইরা সেই সম্পত্তি ভোগদখলে যেতে দেয় না। উক্ত সম্পত্তি মাপ দিয়ে বিক্রেতাকে বুঝিয়ে দিতে গেলে পূর্ব পরিকল্পিত ভাবে মোঃ সুজন খান ( বাকের গঞ্জ উপজেলার ১১নং ভরপাসা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব) সুমন খান ( ৬নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি ) ও তাদের লোকজন নিয়ে সোহাগ, হিরন, তার বৃদ্ধ মা, দুই বউ ও প্রতিবন্দি এক মেয়ে কে ক্ষমতা দেখিয়ে মারধর করে এবং সম্পত্তির কাছে গেলে হত্যার হুমকি দেয়। ভুক্তভোগীরা নিতান্তই গরিব, অপর পক্ষ বিএনপির ক্ষমতা দেখিয়ে তাদের একাধিকবার মারধর করে। এমন কি ভুক্তভোগীরা থানায় মামলা দিতে গেলে সুজন খানের ক্ষমতা বলে মামলা টি থানায় নেয় নি।
পরবর্তীতে ভুক্তভোগীরা অনুপয় হয়ে হাসপাতালে ছারপএ দিয়ে কোর্টে মামলা করে। সোহাগ খানের দাবি- বিএনপি একটি গনতান্ত্রিক দল, এ-ই দলের নাম ব্যাবহার করে সুজন খান ও সুমন খান তাদের উপরে যে অমানুষিক নির্যাতন করে তার জন্য বাকের গঞ্জের সাবেক এম্পি আবুল হোসেনের দৃষ্টি আকর্ষণ করছে এবং আইনানুযায়ী ব্যাবস্থা গ্রহনের আকুতি জানাচ্ছে। এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে এ-র বিচার কামনা করছে।