
নেত্রকোনা প্রতিনিধি:
সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পার্থীকে দাঁড়িপাল্লা মার্কায়ভোট দিয়ে জয় যোক্ত করার লক্ষে পায়ে হেটে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা সন্তান,ডকসুর সাবেক ছাত্রনেতা ও কারা নির্যাতিত জননেতা অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী বিএসএস(অনার্স) এমএসএস,সমাজকল্যাণ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দুয়া উপজেলা শাখা আজ পায়ে হেঁটে ভোটারদের কে আহবান জানান। ১৩ নং পাইকুড়া ইউনিয়নে একাদিক বাজার ওয়ার্ক করে মজলিশ পুর বাজারে কাজ করে জাচ্ছেন।