
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ২৩ অক্টোবর সন্ধায় গোপালী বেগম তার বাবার বাসা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের তিনদিন পরে ২৬ অক্টোবর সকালে মির্জাপুর থানা-সংলগ্ন বারোখালী খাল থেকে পা বাঁধা থাকা অবস্থায় তাঁর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেন পুলিশ।
পরে, ঘটনায় মৃত গোলাপীর পিতা বিশু মিয়া অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মৃত গোলাপী বেগম মির্জাপুর পৌর বাওয়ার এলাকায় বিশু মিয়ার মেয়ে। অন্যদিকে পাশের এলাকার পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আব্দুল কাদের মিয়ার স্ত্রী ছিলেন।
স্ত্রী মৃত গোলাপী বেগমকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী আব্দুল কাদের মিয়াকে (৫৫) গ্রেপ্তার করে মির্জাপুর থানা পুলিশ । আব্দুল কাদের মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত গোলাপির স্বামী ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আসামি আব্দুল কাদেরকে শনিবার ১ (নবেম্বর) দুপুরে তার নিজ শশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পুলিশি তদন্তে এই ঘটনার সাথে আব্দুল কাদেরের জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাতদিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে।