
নিজস্ব প্রতিবেদক:
বিএমপি কাউনিয়া থানার অভিযানে ০৯ টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক বিক্রয়লব্ধ অর্থ নগদ ২০,৪৮,৫১০/-(বিশ লক্ষ আট চল্লিশ হাজার পাঁচশত দশ ) টাকা সহ আটক ০১ জন।
বিএমপি কাউনিয়া থানার এসআই/মোঃ রাশিক মুরাদ অভির নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম ও টহল ডিউটিতে নিয়োজিত মোবাইল-০৩ এর অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ০৭-১১-২০২৫ খ্রি. তারিখ ১২:৪৫ ঘটিকায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৫নং ওয়ার্ডস্থ মোহাম্মাদপুর সাকিনস্থ মোঃ সুমন হাওলাদার ওরফে মান্না সুমন এর একতলা টিনসেট বিল্ডিং এর মধ্যে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) শিল্পি বেগম (৩৮), স্বামী-মোঃ সুমন হাওলাদার ওরফে মান্না সুমন, পিতা-কুদ্দুস খলিফা, সাং-মোহাম্মদপুর, বিসিসি ০৫নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা-বরিশালের হেফাজত হতে ০৯ টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, ২৫০ মি.লি পরিমান মদ এবং অবৈধ মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ২০,৪৮,৫১০/-(বিশ লক্ষ আট চল্লিশ হাজার পাঁচশত দশ ) টাকা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করেন। ঘটনার সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ২। মোঃ সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২), পিতা-নুরুল ইসলাম হাওলাদার, সাং-মোহাম্মদপুর, বিসিসি ০৫নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল বর্তমানে পলাতক রয়েছে।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।