
ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মো: শামীম হাসান সুমন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-লীগ ঘোষিত ১৩নভেম্বর ঢাকা লকডাউন কর্মসুচিকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কে চেক পোষ্ট বসিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছেন ধামরাই থানা পুলিশ।
বুধবার (১২নভেম্বর) সন্ধ্যা থেকে ঢাকা-আরিচার গুরুত্বপুর্ণ স্থান গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল চখে পড়ার মত। এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা হামলা করে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ জনমনে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশের কঠোর নিরাপত্তার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহি গাড়ীসহ ব্যাক্তিগত গাড়ী ছিল চখে পড়ার মত। এছাড়া অনন্য সড়কে মোটরসাইকেল, সিএনজি, ব্যাটারীচালিত অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক।
নাশকতা ঠেকাতে ধামরাই থানা পুলিশ ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে। প্রতিপি চেকপোষ্টে সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই তল্লাসি চালাচ্ছেন পুলিশ। এছাড়া কালামপুর থেকে সাটিুরিয়া আঞ্চলিক সড়কের গুরুত্বপুর্ণ মোড়ে মোড়ে চেকপোষ্ট বসিয়ে গাড়ী তল্লাসির পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।
এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা হামলা করে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ জনমনে আতঙ্ক ছড়িয়েছে। এই সব ঘটনায় ধামরাই থানা পুলিশ ৫জন গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়ে ধামরাই থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-লীগের ঘোষিত কর্মসুচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় গাড়ীতে আগুন, ককটেল বিস্ফোরণ,চোরাগোপ্তা হামলা করছেন। সেই জন্য ঢাকা-আরিচা মহাসড়কে মানুষের জানমাল রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।