
কাতার প্রতিনিধি, মোস্তাক আহমেদ বাপ্পি
মহিউদ্দিন কাজল এর সঞ্চলনায় চট্টগ্রাম সমিতি কাতারে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের সভাপতি ইসমাইল মনচুর।
বৃহস্পতিবার রাজধানী দোহার ক্রাউন প্লাজা হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে
রাত ১০ টায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সভায়, প্রত্যেক সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেই।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মোজাম্মেল হোসাইন, উপদেষ্টা আবুল হাসেম, জসিমউদদীন ওয়াহিদী সহ-সভাপতি লায়ন মইন উদ্দীন সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল রানা সহ অনেকে। 
বক্তাগণ প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য ধারন ও লালন করে দেশ ও প্রবাসের সকল অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি ইসমাইল মনচুর নবনির্বাচিত সবাইকে শুভেচ্ছা জানান এবং আশা করেন সংগঠনের নতুন নেতৃত্বে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে আগামীতে চট্টগ্রাম সমিতিকে আরো সুন্দর ও সু-সংগঠিত করে আর্ত মানবতায় ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান।