
বিশেষ প্রতিনিধি, মোস্তাক আহমেদ বাপ্পি
ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর -হাটখোলা গ্রামে বাইতুল মামুর জামিয়া মসজিদে বিগত ২৩ বছরেরও বেশি সময় ধরে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন মাওলানা আকরাম হোসাইন।
স্থানীয় সূএে জানা যায়, অভাব–অনটন আর নানা পরিস্থিতির মাঝে হজ্ব পালনের যে পবিত্র নিয়ত তিনি বহু বছর ধরে বুকে লালন করে আসছিলেন।
আজ তার পূর্ণতা পেয়েছে স্থানীয় জনগণ ও হাটখোলা প্রবাসী যুবকদের উদ্যোগে মসজিদের ইমামকে সম্মাননা স্মারক প্রদান ও ওমরা হজ্বের প্যাকেজ উপহার দেওয়ার মাধ্যমে।
হাটখোলা প্রবাসী যুবকদের মহৎ উদ্যোগকে সিংগারবিল ইউনিয়নের জনগণ স্বাগত জানাই এবং মাওলানা আকরাম হোসাইন সাহেব এর হজ্ব আল্লাহ কবুল করোক।