
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার (০৮ ডিসেম্বর) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কিভাবে আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব আবেদনকারীর ২০২৫ সালে ইস্যু করা বা পুনঃনিশ্চিতকৃত ওয়ার্ক নুলাওস্তা রয়েছে, তাদেরকে ভিএফএস গ্লোবালের নির্দিষ্ট ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের সময় ইতালিতে নিয়োগকর্তা কর্তৃক সরবরাহকৃত ২০২৫ সালের নুলাওস্তার কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করার পর কয়েক দিনের মধ্যে আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্টের তারিখ প্রদান করা হবে।