
আরিফ হোসাইন ,বরগুনাঃ
নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরগুনায় নানা মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে। এ সময় নারী উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেলির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় পরে সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী’র (WLiE) প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এবং বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রূপ কুমার পাল।
আলোচনা সভায় জাগোনারী’র নির্বাহী পরিচালক হোসনে আরা হাসি বলেন, নারীকে না ভেবে নারীকে কাজ করার সুযোগ করে দিতে হবে। নারী নেতৃত্ব বিকাশ ও জরুরি পরিস্থিতিতে নারীর সক্ষমতা বৃদ্ধিতে আমরা কাজ করছি। সকলকেই নারীদের কাজে সহযোগীতার হাত বাড়াতে হবে।
এ সময় বরগুনার প্রথম নারী জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, নারী পুরুষ আলাদা কোন বিষয় নেই। সবাই মানুষ, সবাই সমাজে সমানভাবে কাজ করার অধিকার রাখে। আসুন আমরা নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।