
ঢাকা ধামরাই প্রতিনিধি : মো: শামীম হাসান সুমন
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে ধামরাই পৌরশহরের ঢুলিভিটা আমিন মডেল টাউন এলাকায় সরকারি স্কুলের নির্মাণাধীন ১০ তলা ভবনের ৯ তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে নুরানী কনস্ট্রাকশন লিমিটেড।
নিহত শামীম হোসেন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার গালুটিয়া গ্রামের মো মনির মন্ডলের ছেলে। তিনি ভবনের ৯ তলায় বাঁশের তৈরি মাচার ওপর দাঁড়িয়ে টাইলসের কাজ করছিলেন।
স্থানীয়রা জানায়, সকাল থেকেই শামীম ৯ তলায় কাজ করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বাঁশের মাচাটি ভেঙে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জাহিদ হোসেন জানান, তারা দু’জন একসঙ্গে ৯ তলায় টাইলসের কাজ করছিলেন। হঠাৎ করে মাচা ভেঙে গেলে শামীম নিচে পড়ে যান। তিনি কোনোভাবে আরেকটি বাঁশ ধরে প্রাণে বেঁচে যান। জাহিদ আরও বলেন, ভবনটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তিনি আগেই সেখানে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন।
এ বিষয়ে নুরানী কনস্ট্রাকশন লিমিটেডের ইঞ্জিনিয়ার মো হামিদ গণমাধ্যমকে বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে শুনেছেন, ৯ তলা থেকে পড়ে শামীম নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তাদের লোকজন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সংশ্লিষ্ট (এসআই) মোঃ ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, নিহতের মরদেহ বর্তমানে আশুলিয়া থানার গণস্বাস্থ্য হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।