
নিজস্ব প্রতিবেদক:
মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিকগঞ্জে এক নারীকে কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত নারী মোছা. শারমিন আক্তার শিলা (২২), গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখে সাবেক স্বামী শহীদ মিয়ার কাছ থেকে দেনমোহরের সম্পূর্ণ ১২ লাখ টাকা গ্রহণ করে খোলা তালাক নেন। এরপরও ১৯ নভেম্বর তিনি সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে আদালত শহীদ মিয়ার নামে সমন জারি করে ২১ ডিসেম্বর দিন ধার্য করেন। নির্ধারিত দিনে শহীদ মিয়া আদালতে উপস্থিত হয়ে তালাকের কাগজপত্র দাখিল করলে যাচাই-বাছাই শেষে আদালত নিশ্চিত হন যে, তালাক সম্পন্ন হওয়ার পরও বাদী উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছেন।
রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।