
এম জাফরান হারুন:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনে চূড়ান্ত ভাবে দলীয় মনোনয়ন লাভ করেছেন বাউফলের গণমানুষের নেতা সাবেক সফল সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদার।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র পান তিনি। তাঁর এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো বাউফল জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে ফেসবুক জুড়ে ‘আলহামদুলিল্লাহ’র ঝড় বইছে।
শহিদুল আলম তালুকদারের মনোনয়নের খবরটি নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তাঁর অনুসারী, কর্মী ও সাধারণ ভোটাররা দলে দলে পোস্ট দিয়ে শুকরিয়া আদায় করছেন। ফেসবুক নিউজফিড এখন আলহামদুলিল্লাহ এবং অভিনন্দন বার্তায় সয়লাব।
স্থানীয়রা বলছেন, এটি কেবল শহিদুল আলমের মনোনয়ন নয়, বরং বাউফলের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন।
সাবেক এই সংসদ সদস্য তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বাউফলের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর প্রতি এলাকার মানুষের রয়েছে বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। তৃণমূলের নেতা-কর্মীদের মতে শহিদুল আলম তালুকদারের মনোনয়নে বাউফলে ভোটের মাঠে এক নতুন শক্তির সঞ্চার হয়েছে, যা জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।
মনোনয়নের খবর পেয়ে বাউফলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে। সমর্থকরা বলছেন, জননেতা শহিদুল আলম তালুকদার বাউফলের অভিভাবক। আমরা তাঁর মাধ্যমেই বাউফলকে একটি সমৃদ্ধ ও শান্ত জনপদ হিসেবে দেখতে চাই।