
এম জাফরান হারুন::
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর রাতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বসতবাড়িতে ঢুকে দু*র্ধ*র্ষ ডা*কা*তি*র অভিযোগ উঠেছে। উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে সংঘটিত এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রামবল্লভ গ্রামের মৃত চান্দু তালুকদারের ছেলে বাবলু তালুকদার পরিবার নিয়ে নিজ ঘরে গভীর ঘুমে ছিলেন। রাতের কোনো এক সময়ে ৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়ির প্রধান ফটক খুলতে বলে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বাবলু তালুকদার কৌশলে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
এরপর ডাকাতরা বাবলুর বড় ভাই নুরুজ্জামানকে ডেকে এনে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গেট খুলতে বাধ্য করে। তাদের কথায় বিশ্বাস করে গেট খুলে দিলে ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যকে একটি কক্ষে আটকে রাখে। পরে ঘরের ট্রাংক ভেঙে নগদ ৬২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী নুরুজ্জামান জানান, তারা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়। ভয়ে আমরা গেট খুলে দিই। এরপর সবাইকে একটি রুমে আটকে রেখে ট্রাংক ভেঙে টাকা নিয়ে যায়।
ঘটনার বিষয়ে স্থানীয় গ্রাম পুলিশ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খুবই উদ্বেগজনক। পুলিশকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন পারভেজ বলেন,গত রাতে গ্রাম পুলিশ ফোনে বিষয়টি জানিয়েছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবি পুলিশের পরিচয়ে এমন ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার, রাত্রীকালীন টহল জোরদার এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।