
আলমগীর হোসেন ইমন,জাপান প্রতিনিধি:
বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ তথ্য অবকাঠামোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সঙ্গে জাপানভিত্তিক আন্তর্জাতিক তথ্য-নিরাপত্তা প্রতিষ্ঠান সাইফার কোর লিমিটেড–এর একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে নেতৃত্ব দেন জাপানের পুরস্কারপ্রাপ্ত তথ্য-নিরাপত্তা বিজ্ঞানী, এমআইটি-ভিত্তিক গবেষক এবং বৈশ্বিক সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ প্রফেসর তাকাতোশি নাকামুরা। তিনি বাংলাদেশকে একটি নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক ডিজিটাল রাষ্ট্রে রূপান্তরের ক্ষেত্রে আধুনিক সাইবার সুরক্ষা প্রযুক্তির ভূমিকা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
বৈঠকে বিশেষভাবে আলোচনা করা হয় বাংলাদেশের জাতীয় তথ্য-নিরাপত্তা কাঠামো আধুনিকীকরণ, সরকারি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ডিজিটাল সিস্টেম, ডেটা সেন্টার এবং ই-গভর্ন্যান্স প্ল্যাটফর্মসমূহকে বহুমাত্রিক সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখার কৌশল নিয়ে। ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং–এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কোয়ান্টাম-প্রতিরোধী এনক্রিপশন প্রযুক্তি গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও কমিউনিটি পর্যায়ে নিরাপদ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ক্যাশ ও ফিনটেক অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়, যা প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ও তথ্যপ্রযুক্তি খাতে মানবসম্পদ উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং বাংলাদেশ–জাপানের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বিনিময় জোরদারের বিষয়টি আলোচনায় উঠে আসে।
বৈঠকে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ট্রেসেবিলিটি সিস্টেম প্রয়োগের মাধ্যমে উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ নিয়েও আলোচনা করা হয়। প্রযুক্তিনির্ভর এই রূপান্তর শিল্পখাতের স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে বলে উভয় পক্ষ মত প্রকাশ করেন।
আলোচনাকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি নিরাপদ, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় সাইফার কোর লিমিটেডের পক্ষ থেকে বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত সহযোগিতা, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করা হয়।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী, জাপানের সাবেক অর্থ প্রতিমন্ত্রী মোতোইউকি ওদাচি, সাইফার কোর লিমিটেডের চেয়ারম্যান আপেল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মাহী ইসলাম। তাঁদের উপস্থিতি বৈঠকটিকে আন্তর্জাতিক কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক বাংলাদেশ ও জাপানের মধ্যে সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্রে একটি নতুন কৌশলগত অংশীদারিত্বের দ্বার উন্মোচন করবে এবং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।