
নিজস্ব প্রতিবেদক:
“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে অবৈধ অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য র্যাব দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায়, গত ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে ০১ জন অবৈধ অস্ত্রধারী মোঃ মাহমুদুর রহমান খান @ সনি(৪৬)-কে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে।
র্যাব-৪ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া এলাকার একটি বাসায় অবৈধ দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র রক্ষিত রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ র্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত বাসায় অভিযান পরিচালনাকালে বাসার মালিক মোঃ মাহমুদুর রহমান খান @ সনি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এর প্রেক্ষিতে আসামির দেয়া তথ্যমতে উক্ত বাসায় অভিযান পরিচালনা করে একটি অবৈধ বিদেশি পিস্তল, ০৬ রাউন্ড তাজা গুলি, ০১ রাউন্ড গুলির খোসা, ০১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে সে রাজধানীর মিরপুর, কাফরুল, দারুসসালামসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতো। পাশাপাশি, উক্ত অস্ত্র বিভিন্ন পেশাদার অপরাধীদের ভাড়ায় সরবরাহ করতো যা দিয়ে তারা খুন, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করতো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।