
স্টাফ রিপোর্টার, গাজীপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বাসন থানা, কোনাবাড়ী থানা, কাশিমপুর থানা, আয়োজনে গাজীপুর মহানগরে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আতাউর রহমান আতা ,মহানগর কৃষক দলের মইজউদ্দিন তালুকদার সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মুজিবুর রহমান গাজীপুর ১ আসন এমপি প্রার্থী, বিশেষ অতিথি মোঃ শওকত হোসেন সরকার সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি। 
প্রধান আলোচক: ভিপি ইব্রাহিম সহ-সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় কমিটি বিশেষ আলোচক : খান জাহিদুল ইসলাম নিপু সদস্য সচিব মোহাম্মদ সেলিম রেজা যুগ্ন আহবায়ক, গাজীপুর মহানগর কৃষক দল, এ সময় কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, তাঁর আদর্শ অনুসরণ করেই কৃষক দল আগামীতেও জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয়