
নিজস্ব প্রতিবেদক:
বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী Shakib Al Jannat (ইভা) আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। এক দুর্ঘটনায় রিকশার চাকায় বোরকা পেঁচিয়ে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। দীর্ঘদিন ঢাকা মেডিকেলে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে বর্তমানে ঢাকার পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
একটি অপারেশন ইতোমধ্যে করা হলেও আশানুরূপ ফল আসেনি। এখনো একটি বড় ও ঝুঁকিপূর্ণ অপারেশন বাকি, যার জন্য প্রয়োজন বিপুল অর্থ। পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে এবং সহৃদয় মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।
ইভা আজ আপনাদের সবার বোন। মানবিক দায়বদ্ধতা থেকে যে যতটুকু পারেন, সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান। আপনার সামান্য সহায়তাই হতে পারে তার বেঁচে থাকার শেষ আশার আলো।
দয়া করে শেয়ার করুন, দোয়া করুন, সহযোগিতার হাত বাড়ান।
সহযোগিতার জন্য:
Nagad or bkash personal (#Hasan)
01620800528
#BANK Account
Md.Hasan Miah
1073147800001
brac bank account