
আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তার একটি অভিজাত রেস্টুরেন্টে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘জেদ্দা সিটি’ একক আবাসন মেলার শুভ উদ্বোধন করেছে জেদ্দা হাউজিং লিমিটেড। গতকাল শুক্রবার সন্ধ্যায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেলাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, বিচারপতি ও বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেদ্দা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন (অব.)।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোবাংলার সাবেক সচিব ও ল্যান্ডিং অ্যাড্রেস লিমিটেডের চেয়ারম্যান মেজর মোজাম্মেল হোসেন (অব.)। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব এস এম সাইফুর রেজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আর কে ধর এবং পরিকল্পনা সম্পাদক মো. হেমায়েত হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে আধুনিক, পরিকল্পিত ও নিরাপদ আবাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় ‘বিশেষ আকর্ষণ’ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ট্রেইনার মো. শমশের আলী হেলাল, পাবলিক স্পিকার ও ইউটিউবার শাখাওয়াত উল্যাহ শান্ত এবং ডিজিটাল মার্কেটার জান্নাতুল ফেরদৌস।
জেদ্দা হাউজিং লিমিটেড সূত্রে জানা যায়, মাওনা চৌরাস্তা এলাকার যানজট ও আবাসন সংকট বিবেচনায় নিয়ে সাশ্রয়ী মূল্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিকল্পিত আবাসন নিশ্চিত করতেই ‘জেদ্দা সিটি’ প্রকল্প ও এই আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন জেদ্দা সিটির প্লট বুকিংয়ে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা প্রদান করা হচ্ছে।