1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
বরগুনায় প্রতারক হতে সাবধান করতে পুলিশের লিফলেট বিতরণ পলাশবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন পাইকগাছায় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস জনগনের কল্যাণে আজীবন কাজ করবো পাইকগাছায় গনসংযোগে জামায়াতের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ গোবিন্দগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত সদরপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত  ফুলছড়িতে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ৪০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত, সাংবাদিকদের উপরও হামলা ভাষানটেক-কাফরুলে সন্ত্রাসী ও দখল চক্রের রাজত্ব: প্রশাসনের নিরবতা! মহানগর উত্তরে জনপ্রিয়তার শীর্ষে বিএনপির দুই নেতা !

মিরপুরের শেওড়াপাড়ায় আপন ভাগ্নের হাতে খুন হন দুই বোন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও হত্যার আলামত জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-মিরপুর বিভাগ।

গত শুক্রবার (৯ মে ২০২৫ খ্রি.) দুপুর ১২:৫০ ঘটিকার পর রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসায় খুন হন মরিয়ম বেগম ও তার বোন সুফিয়া বেগম। উক্ত ঘটনায় মরিয়ম বেগমের মেয়ে বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, নিহতদের আপন ভাগ্নে মো. গোলাম রব্বানী খান ওরফে তাজ (১৪) গত ৯ মে ২০২৫ খ্রি. বেলা অনুমান ১২.৫০ ঘটিকার সময় শেওড়াপাড়ায় তার বড় খালা মরিয়ম বেগমের বাসায় যায়। তার বড় খালা (মরিয়ম বেগম) তাকে আপ্যায়ন করার কাজে ব্যস্ত থাকে এবং সেজো খালা (সুফিয়া বেগম) প্লেট বাটি ধোয়া মোছা করে বারান্দার দিকে যায়। এ সুযোগে সে বড় খালার রুমে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে পুরাতন সাইকেল কেনার জন্য তিন হাজার টাকা চুরি করে। চুরির ঘটনা ধরা পড়লে বড় খালা মরিয়ম তাকে বকাবকি করেন এবং তার মাকে জানানোর কথা বলে এবং তার মাকে ফোন করার জন্য মোবাইল ফোন খুঁজতে থাকে। সে মুহূর্তে তাজ ডাইনিং টেবিলে থাকা লেবু কাটার ছুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আঘাত করে, আঘাত প্রাপ্ত হলে মরিয়ম বেগম রক্তাক্ত অবস্থায় তাকে মারতে উদ্যত হলে সে পুনরায় আঘাত করে। তার বড় খালার চিৎকার শুনে সেজো খালা (সুফিয়া বেগম) পাশের রুম হতে এসে তাকে বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও একই চাকু দিয়ে পেটে একবার আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান। এরপর অভিযুক্ত তাজ রান্নাঘর থেকে শিল-নড়া এনে তার বড় খালা ও সেজো খালার মাথায় কয়েকবার আঘাত করে। তারপর সে টয়লেটে গিয়ে তার হাতে ও মুখে লেগে থাকা রক্ত পানি দিয়ে পরিষ্কার করে। এরপর পাশের রুমে গিয়ে তার রক্তমাখা টি-শার্ট ও জিন্স প্যান্ট পাল্টে খালাতো বোন মিষ্টির ব্যবহৃত একটি জিন্স প্যান্ট ও তার ব্যাগে থাকা আরেকটি রঙিন টি-শার্ট ও ক্যাপ পরে নেয়। পরবর্তীতে সে বাইরে থেকে দরজা লক করে চাবি নিয়ে একটি সিএনজি করে শনির আখড়ার উদ্দেশে রওয়ানা করে।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত মো. গোলাম রব্বানী খান ওরফে তাজ (১৪) এর অবস্থান শনাক্ত করে রবিবার (১১ মে ২০২৫ খ্রি.) ভোর আনুমানিক ৩:৩০ ঘটিকায় ঝালকাঠি জেলার সদর এলাকায় তার নানা বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রক্তমাখা কাপড়, জুতা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে রক্ত মাখা নীল রঙের টি-শার্ট, রক্ত মাখা দুটি জিন্স প্যান্ট (এর মধ্যে একটি তার ও একটি তার খালাতো বোন মিষ্টির) ।

গ্রেফতারকৃত তাজকে সোমবার (১২ মে ২০২৫ খ্রি.) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved